রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Riya Patra | ০১ জুন ২০২৪ ১৬ : ০৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: শেষ দফার নির্বাচন। রাজ্যের ৯ কেন্দ্রে ভোট চলছে, সঙ্গেই বিধানসভা উপনির্বাচন হচ্ছে বরানগরে। সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা বসিরহাটের সন্দেশখালিতে। ভোটের আগেই থেকেই কার্যত উত্তপ্ত সন্দেশখালি। ভোটের আগের রাতেও অশান্তি ছড়ায় বেড়মজুড়ে। শনিবার, ভোটের শেষ দিনে দফায় দফায় উত্তেজনা ছড়াল বয়ারমারিসহ একাধিক জায়গায়। বয়ারমারিতে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তুলে পথ আটকান সাধারণ গ্রামবাসী। তবে শেষ পওয়া খবর অনুযায়ী, দফায় দফায় সংঘর্ষে তৃণমূলের অঞ্চল সভাপতি সহ দু' জন আহত হয়েছেন। সংঘর্ষে এক বিজেপি কর্মী আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। সন্দেশখালিতে তৃণমূল সমর্থকের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় আটক করা হয়ে এক ব্যক্তিকে। ওই ব্যক্তিকে আটকের প্রতিবাদে সন্দেশখালির রাস্তায় বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। সন্দেশখালির রাজবাড়ি এলাকায় এক মহিলার আক্রান্ত হওয়ার খবরও পাওয়া গিয়েছে। বয়ারমারি এলাকায় একাধিক অভিযোগ নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, পুলিশ ইট ছুঁড়েছে। যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। ধস্তাধস্তির মাঝেই পুলিশের দিকে ইট-পাথর ছোঁড়েন গ্রামবাসীরা। পুলিশ গ্রামবাসীদের অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করলে বাড়ে বিক্ষোভ। বিক্ষোভ হঠাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চার্জ করে পুলিশ, ছোঁড়া হয় কাঁদানে গ্যাসও। বিক্ষোভ দেখাতে বাসন্তী হাইওয়ের চুঁচুড়া মোড়ে বিজেপি কর্মীরা পথ অবরোধ করেন। ঘটনাস্থলে হাজির হন বিজেপি প্রার্থী রেখা পাত্র। পুলিশের সঙ্গে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন তিনি।